বোকা প্রেম
থাক'না গোপন কথা গোপনে, হোক'না প্রেম চোখে চোখে, কথা হোক শব্দের মাঝে , মিলন হোক বাতাসে বাতাসে। কল্পনার ভালবাসা গুলো এমনি হয়, প্রকাশ পায় না কোন প্রেক্ষাগৃহে। এই ভালবাসা গুলো কখনো হয় না মরণ, তবে কখনো পায় না জীবন! ভালবাসাটা কি এমন হওয়ার কথা? তাহলে প্রেম যমুনায় ভাসবে কারা!