শব্দের রানী
তোমাকে নিয়ে লিখবো কাব্য,
তোমাকে নিয়ে লিখবো হাজারো কবিতা।
তুমি আমার শব্দের রানী,
তুমি আমার প্রতিমা।
তোমায় নিয়ে সাজাবো অক্ষরবিন্যাস,
তোমায় নিয়ে গঠন করব অবিধান।
তোমাকে নিয়ে লিখবো হাজারো কবিতা।
তুমি আমার শব্দের রানী,
তুমি আমার প্রতিমা।
তোমায় নিয়ে সাজাবো অক্ষরবিন্যাস,
তোমায় নিয়ে গঠন করব অবিধান।
Comments
Post a Comment