ভার্চুয়াল বন্ধু

তর সাথে যখন আমার প্রথম কথোপকথন হয় মেসেঞ্জারে তুই আমার কথায় গুলাই ফরোয়ার্ড করেই আমাকে দিতে তুই কিছু বলতিস না। মনে আছে তর ঐ দুষ্টামি গুলো।

একদিন বাংলাদেশ ক্রিকেট টিম হেরেছিল তখন তর অনেক মন খারাপ ছিল,তখন তুই আমার সাথে কথা বলতে চেয়েছিলি মনে আছে। সেইদিন আমাদের মাঝে ফোনে কথা হয়।

তর এখনো কি মনে পরে মাঝ রাতে কল দিয়ে তকে আমি কবিতা শুনাতাম আর তুই হেসে বলেছিলে কোন দিন কোন কবিকে বিয়ে করবি না।আমি তকে পাগলী বলতাম শুধু কারনে অকারনে তর হাসি শব্দ শুনে।

তুই আমাকে একদিন আই লাভ ইউ বলেছিলি বিশ্বাস করবি কিনা তখন আমার পৃথিবীটা কেপে উঠেছিল। পরে যানতে পারলাম তাতে আমকে ব্যবহার করা হয়েছিল। তাতে আমার মন খারাপ হয় নাই, ততদিনে আমি বাস্তবিক হয়ে গিয়েছিলাম।

এভাবে চলে গেল ৩ বছর এক সেকেন্ডের জন্য তকে আমার কাছে বিরক্ত মনে হয় নাই। তুই যেই দিন রাগ করেছিলি জানিস আমার খুব ভয় হয়েছিল যদি আর কথা না হয়। তখন মাথার মাঝে একটা চিন্তা আসলো যেই দিন তর বিয়ে হয়ে যাবে সেইদিন থেকে আমি কি করে থাকব তর সাথে কথা না বলে তর কারনে অকারনে হাসি গুলা না শুনে। তাই কিছুদিন দূরে ছিলাম অন্যের মাঝে হারাতে চেয়েছিলাম কিন্তু পারি নাই। তখন তর থেকে দুরা যাওয়াটা ছিল তর প্রতি আমার নিঃস্বার্থ ভালবাসাটা গড়ে উঠাটা।

এই কিছুদিন আগের কথা আমার জন্মদিনে তুই আমাকে নিয়ে কিছু লিখেছিলে যেটা কিনা তর পারসোনাল ডাইরিতে কোন ছেলেকে নিয়ে প্রথম আর তর লেখাটা আমার অন্তরে দাগ কেটে থাকবে আজীবন।

জানিস যখন অন্যের সাথে কথা বলে আমাকে দেখাতিস আমার খুব জ্বলত কিন্তু আমি বুজাইতাম না। যেইদিন তুই আমাকে ফেসবুক বন্ধু বলেছিলে সেইদিন আমার খুব কান্না আস্তেছিল তাও তকে বুঝাইতে দেই নাই।

শুধু মনে রাখিস দেখা হলেই আর চায়ের দোকানে বসে আড্ডা দিলেই ভাল বন্ধু হওয়া যায় না।

এই ভালবাসা তোমাকে পাবার জন্য নয়। এই ভালবাসা তোমার প্রতি আমার ভালবাসার গভীরতার বুঝাবার ভালবাসা। এই ভালবাসাটা ছিল একটা ভাল বন্ধু হয়ে সারা জীবন পাবার।

Comments

Popular posts from this blog

নিষ্ঠুর হৃদয়