অভিমানী সন্তান

আজ সন্ধায় বাবা কল করে ভালোমন্দ জানলেন, পরীক্ষার সম্পর্কে জানতে চাইলো।
আমার উত্তর ছিল পরীক্ষা তো শেষ ইভেন রেজাল্ট ও দিয়ে দিয়েছে।
বাবা জানতে চাইল রেজাল্ট কি?
আমি বললাম 'এই আমার রেজাল্ট'। বাবার রিএকশিনে কিছু বুঝতে পারলাম না যে খুশি হলেন না অখুশি হলেন (গার্ডিয়ান আমার কাছ থেকে কখনো রেজাল্ট জানতে চায় নাই)।
তারপর আমার চাওয়া পাওয়া গুলা চাইলাম। উত্তর আসল বাসায় এসে নিয়ে যাও।
অনেকদিন বাসায় যাওয়া হয় না। খুব মিস করছি ছোট'কে। মেজোর ঘারতেমিটাকে, মা'য়ের হাজার ব্যস্ততা মাঝে আমাকে ভাত খাইয়ে দেওয়াটাকে আর বাবার হাতের পোলাও। জানি না ফিরবো কবে তোমাদের দুই হাতে।

"অভিমান জমতে থাক"

Comments

Popular posts from this blog

নিষ্ঠুর হৃদয়

ভার্চুয়াল বন্ধু