বাংলা সনে তুমি আমি

এ রুপ যে স্পর্শ করতে চায়, যৌবন শুধু তোমার।
চৌত্রের খরা রৌদে একটুকরো বৃষ্টির জলে পুরবো!
ভাসবো শ্রাবণের আকাশে, লজ্জায় বলবে কিছু শরৎতের কাশবন।
বৈশাখী ঝড়ে আসবো ফিরে বসন্তেরকোকিল হয়ে।
তুমি যে আমার আকবরের দিন পঞ্জিকা, কেন আড়ালে ঢাকো আষাঢ়ের মেঘে।

আমি চাই বর্ষার জলে, শীতের সকালে,
গ্রীষ্মের গরমে, বসন্ত বাতাসে,শরতের আকাশে, হেমন্তের নবান্নে শুধু তোমাকে।

Comments

Popular posts from this blog

নিষ্ঠুর হৃদয়

ভার্চুয়াল বন্ধু