নিকৃষ্ট প্রেমে
নিজেকে খোঁজে পেয়ে ছিলাম তোমার ঐ হিংস্রের চোখে,হারিয়ে ছিলাম নিকৃষ্ট প্রেমে। তুমি আজ নিজেকে শপে দিলে অর্থের মাঝে কোন এক দানবের মুখে। তুমি একটা নষ্ট প্রেমের জাহাজি তুমি একটা অভিশাপগ্রস্ত নারী।
আমি আজ নিজেকে খোঁজে ফেরি মাদকদ্রব্যের কোন নিষিদ্ধ ধোয়ার, আজ আশাগ্রস্ত কোন এক নিকৃষ্ট প্রেমে আজ নিজেকে খোঁজি হিংস্রের চোখে হারিয়ে ফেলি আমাবস্যা রাতে জোঁসনার আলোতে।
আমি আজ নিজেকে খোঁজে ফেরি মাদকদ্রব্যের কোন নিষিদ্ধ ধোয়ার, আজ আশাগ্রস্ত কোন এক নিকৃষ্ট প্রেমে আজ নিজেকে খোঁজি হিংস্রের চোখে হারিয়ে ফেলি আমাবস্যা রাতে জোঁসনার আলোতে।
Comments
Post a Comment