গ্রাম
জানিনা কোন উদ্দেশ্য তোমাদের থেকে দূরে কেন লুকিয়ে আছি হাজার মানুষের বিড়ে এই শহরে আমার যে মন পরে থাকে গোমতী পারে সবুজ ঘেরা গ্রামে। গ্রাম কি আমায় ভুলে যাচ্ছে নাকি আমি গ্রামকে ভুলে যাচ্ছি? এই প্রশ্ন যে আমাকে আজ খুব ভাবাচ্ছে। গ্রামের মানুষ গুলা যে কতটা সরল সোজা এই শহরে মানুষের ভিড়ে না হারেলে কি বুঝতে পারতাম! তুমি যে আমার শৈশবের খেলার মাঠ, তুমি যে আমার শৈশবে চলার প্রাণ, তুমি যে আমার শৈশবের বেড়ে উঠার নিশ্বাস। আমি কেন আজ দূরে বসে শৈশবের খেলার মাঠ, প্রাণ আর নিশ্বাসকেই খোজছি। জীবনের শেষ বিকেলটায় যেন সেখানেই কাটে আর শেষ ঘুমটা যেন তারি বুকে হয়। এটাই যেন হারিয়ে ফেল এক গ্রামের প্রতি আমার নিবেদন।
Comments
Post a Comment