বন্ধীর প্রেম
রাত কাটে বান্ধুবীর টেলিফোনে, না হয় কিছু বইয়ের পাতায়,এ যেন আলোর খোঁজে অন্ধকারকে জয় করা।
মাঝে মাঝে গড়জে উঠি নজরুলের 'বিদ্রোহী' কবিতায়;
প্রেমে পরি রবীন্দ্রনাথ এর 'শেষের কবিতা'য়;
আর কানে ভেসে আসে মুনীর চৌধুরীর 'কবর' নাটকের সংলাপ; এই যেন এক নিশাচরের জীবন।
খোঁজে ফেরী অচিন মানবী, নিকোটিনের ধোয়া, লেম্পপোষ্ট এর জ্বলন্ত ছায়া, কান্ত শরীর, উদ্দেশ্যবিহীন কিছু ভাবনা।
"জ্বলচ্ছে আগুন নিবচ্ছে আগুন তবু খাটি হচ্ছে না জীবন"
মাঝে মাঝে গড়জে উঠি নজরুলের 'বিদ্রোহী' কবিতায়;
প্রেমে পরি রবীন্দ্রনাথ এর 'শেষের কবিতা'য়;
আর কানে ভেসে আসে মুনীর চৌধুরীর 'কবর' নাটকের সংলাপ; এই যেন এক নিশাচরের জীবন।
খোঁজে ফেরী অচিন মানবী, নিকোটিনের ধোয়া, লেম্পপোষ্ট এর জ্বলন্ত ছায়া, কান্ত শরীর, উদ্দেশ্যবিহীন কিছু ভাবনা।
"জ্বলচ্ছে আগুন নিবচ্ছে আগুন তবু খাটি হচ্ছে না জীবন"
Comments
Post a Comment