আলোর প্রেম
চাঁদের আলোতে কেমন জানি আজ মনে নেশা ধরে গেছে, কাকে জানি খুঁজি নিজের পাশে।
মন চাচ্ছে কারো সাথে আলো'টা ভাগাভাগি করি আর আলতো করে ধরি তার হাত।
পারি দেই বহুদুর নদির পাশের পথ দরে আর হারিয়ে যাই কোন গহীনের শব্দে বা গল্পে।
মন চাচ্ছে কারো সাথে আলো'টা ভাগাভাগি করি আর আলতো করে ধরি তার হাত।
পারি দেই বহুদুর নদির পাশের পথ দরে আর হারিয়ে যাই কোন গহীনের শব্দে বা গল্পে।
Comments
Post a Comment