তোমাকে চাই
তোমাকে চাই নিশাজলে,
ফুলের মাঝে।
তোমাকে চাই হিম রাতে,
খোলা আকাশের নিচে।
তোমাকে চাই নদের চাঁদে,
কলসি কাঁখে।
তোমাকে চাই নদীর ধারায়,
নৌকার পালে।
তোমাকে চাই বর্ষণে,
প্রবল হাওয়ার মাঝে।
তোমাকে চাই সকল তারার মাঝে,
চাঁদের মত করে।
তুমি আমার আদি চাওয়া,
তুমি আমার বিনাশ চাওয়া।
ফুলের মাঝে।
তোমাকে চাই হিম রাতে,
খোলা আকাশের নিচে।
তোমাকে চাই নদের চাঁদে,
কলসি কাঁখে।
তোমাকে চাই নদীর ধারায়,
নৌকার পালে।
তোমাকে চাই বর্ষণে,
প্রবল হাওয়ার মাঝে।
তোমাকে চাই সকল তারার মাঝে,
চাঁদের মত করে।
তুমি আমার আদি চাওয়া,
তুমি আমার বিনাশ চাওয়া।
Comments
Post a Comment