মা'কে খুঁজি
ভালবেসে দূরে থাকা যায় না, তাতে ভালবাসা আরো ভয়ংকর হয়।
এই চোখের পানি মিথ্যা নয়! এই পানি যেন তৃষার্তা মরুভূমির কোন পথিকের পিপাসিত পিপাসার পানি।
এই হৃদয় এর আহা-হা কার যে, মায়ের প্রতি কোন ছেলের অপ্রকাশিত ভালবাসার চিৎকার।
আমার একাকীত্ব কে যেন ঘিরে রাখে মায়ের অক্লান্ত পরিশ্রম কষ্ট।
জানি না কবে, কখন, কোন সময় তোমাকে জড়িয়ে ধরে কাঁদব। মনটা যে পরে থাকে তোমার কাছে।
এই চোখের পানি মিথ্যা নয়! এই পানি যেন তৃষার্তা মরুভূমির কোন পথিকের পিপাসিত পিপাসার পানি।
এই হৃদয় এর আহা-হা কার যে, মায়ের প্রতি কোন ছেলের অপ্রকাশিত ভালবাসার চিৎকার।
আমার একাকীত্ব কে যেন ঘিরে রাখে মায়ের অক্লান্ত পরিশ্রম কষ্ট।
জানি না কবে, কখন, কোন সময় তোমাকে জড়িয়ে ধরে কাঁদব। মনটা যে পরে থাকে তোমার কাছে।
Comments
Post a Comment