আকাশটা আজ কত অভিমানী, জ্বলবে পুড়বে তবুও কাঁদবে না। সে নিজে কষ্ট পাচ্ছে বিষণ তাপে, কষ্ট দিচ্ছে প্রাণীদেহ কে। অসুস্থ ভালবাসা গুলা এমনি হয় না পায় নিজে সুখ না দেয় অন্যকে তবুও পাগোলের মত ভালবাসে। আছা ভালাবাসার কি কোন কমদামী বেশীদামী বলতে কিছু আছে! আমার কাছে তো ভালবাসা মানি ভালবাসা। তাহলে কেন পরকিয়া হয়? রাতপরী সাথে সস্তায় অবৈধ ভালবাসা বীজ গাথি, আবার কেউ ক্যারিয়ার জন্য নিজের পবিত্র ভালবাসাটা ও তুলে দেই শুঁকুনের হাতে। ভালবাসাটা কি শুধুই মাংস পেশী আর রসায়ন? অনেক ছেলেমেয়েকে দেখি প্রেমিক প্রেমিকা ভালবাসা না পেয়ে সুইসাইড করে, কই কখনো তো শুনিনা সন্তানের ভালবাসা না পেয়ে বাবা মা বা বাবা মা'র ভালবাসা না পেয়ে সন্তান সুইসাইড করতে। ভালবাসা কি শুধু প্রেমিক প্রেমিকা ঘিরে? ভালবাসাকে অনেকে অশ্লীল করে ব্যবসা করি। ভালবাসা প্রকাশ করার জন্য নিজেকে খোলামেলা করি, হটি হই,সেক্সি হই,ফিগার দেখাই। ভালবাসাটা কি আর্থিক এর প্রডাক্ট? ভালবাসা ভালবাসা ভালবাসা করে অনেকি ডিপ্রেশনে পরি, আমরা কি জানি ভালবাসাটার ভালবাসাটা কি? আমরা শুধুই জানি ভালবাসাটার জন্য নিরাপদ চারদেওয়ারি একটা অন্ধকার কামরা। আমরা...