লাশ
লাশটা আজ চায় স্বাধীনতা,
চায় কোলাহল থেকে মুক্তি।
আচ্ছা লাশ কি ভালবাসা চায় না?
তাহলে একা থাকতে চায় কেন?
আমরা কি প্রানী হিসাবে ভাল না?
হা হা হা লাশের আবার চাওয়া!
লাশ কি সব কিছু বুঝতে পারে!
সম্পদ কি ভাবে ভাগ করছে কার মনে মনে।
লাশ কি সব কিছু শুনতে পায়!
কে মিথ্যাচার করছে শুনতে পারতো।
অনাকাঙ্খিত লাশের কি কষ্ট হয় না
ছুরিকাঘাতে যখন দেহ ক্ষত করে?
লাশ'দের রক্তের রঙ কি?
সাদা কাপড় ভিজে হয় কেন লাল!
চায় কোলাহল থেকে মুক্তি।
আচ্ছা লাশ কি ভালবাসা চায় না?
তাহলে একা থাকতে চায় কেন?
আমরা কি প্রানী হিসাবে ভাল না?
হা হা হা লাশের আবার চাওয়া!
লাশ কি সব কিছু বুঝতে পারে!
সম্পদ কি ভাবে ভাগ করছে কার মনে মনে।
লাশ কি সব কিছু শুনতে পায়!
কে মিথ্যাচার করছে শুনতে পারতো।
অনাকাঙ্খিত লাশের কি কষ্ট হয় না
ছুরিকাঘাতে যখন দেহ ক্ষত করে?
লাশ'দের রক্তের রঙ কি?
সাদা কাপড় ভিজে হয় কেন লাল!
Comments
Post a Comment