নিরাপদ সড়ক চাই
কোন এক বিকালে ক্লাস শেষে যখন বাসের অপেক্ষায় ধারিয়ে ছিলাম তখনো বুঝেনি এই যে শেষ হতে যাচ্ছে। হঠাৎ কিছুই শুনতে পারছিলাম না, কিছু দেখছিলাম না, একটা হাত আরেকটা হাত খোঁজ করছিল।মনে হল সারা শরীর ভিজে গেছে, এতো রোঁদের মাঝে বৃষ্টি আসলো কোথায় থেকে?
পরে আমাকে নিয়ে গেল মানুষের কষাই খানায় আর কেউ একজন আমার একহাত ধরে বলল "No more"................এত মানুষের ভিড়ে একটা গাড়ি দেখা যাচ্ছিল যেখানে লিখা ছিল "মেরামত করার অযোগ্য"
সব কিছু হাড়িয়ে যখন স্বপ্ন দেখতে এই শহরে আসেছিলাম কিন্তু এই শহরের কিছু অমানুষিক সিস্টেমের মাঝেই ইতি টানতে হল।
Comments
Post a Comment